Admission Going On. For any Query Please Contact: +8801313 400 600, +8801313037070, +8801313037071, +8801313037078

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে সিএসই ডে উদযাপন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

...

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) আয়োজনে সিএসই ডে উদযাপন, সেমিনার এবং চতুর্থ ও পঞ্চম ব্যাচের বিদায় অনুষ্ঠান। আজ ০৬ নভেম্বর (বৃহষ্পতিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ হাকিকুর রহমানের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে আইএসইউ'র ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ এবং বিশেষ অতিথি হিসেবে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মো. আবুল কাশেম উপস্থিত ছিলেন।

উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের 'স্থায়ী সদস্য' হিসেবে অভিহিত করে বলেন, তোমাদের অর্জিত জ্ঞান এবং দক্ষতা ভবিষ্যতের আইএসইউ'র মান নির্ধারণ করবে। তোমরা এমন একটি বিষয়ে পড়াশোনা করছো, যা তোমাদেরকে সব ধরনের ব্যবসা-বাণিজ্য, চাকরির বাজারের প্রতিযোগিতায় সবার থেকে এগিয়ে রাখবে।

তিনি আরো বলেন, যোগাযোগ থেকে শুরু করে উৎপাদন ব্যবস্থা—সব জায়গায়ই কম্পিউটার সায়েন্সের ব্যাপক চাহিদা। তোমরা এই বিষয়ের ছাত্র হওয়ায় তোমাদের চাহিদা শুধু দেশে নয়, বিশ্বব্যাপী রয়েছে। তোমরা দেশের সম্পদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যারা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী, তারা সহজাতভাবেই দেশের সবচেয়ে মেধাবীদের অংশ। মেধা বিকাশ শুধু ক্লাসরুমের সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ নয়। তোমাদেরকে নিয়মিত গবেষণা, কম্পিউটার ভিত্তিক  প্রতিযোগিতা এবং নতুন নতুন প্রজেক্টের মাধ্যমে নিজেদের মেধার পূর্ণ ব্যবহার করতে হবে। আমি বিশ্বাস করি, তোমাদের উদ্ভাবনী ক্ষমতা দেশকে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল চালিকাশক্তি।

প্রফেসর মো. আবুল কাশেম বলেন, আইটি খাতে তোমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং বর্তমানে এই ক্ষেত্রে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। শুধু দেশেই নয়, বিশ্বব্যাপী সফটওয়্যার, ক্লাউড কম্পিউটিং এবং ডাটা সায়েন্সের মতো ক্ষেত্রগুলোতে নেতৃত্ব দেওয়ার মতো মেধা তোমাদের আছে। বৈশ্বিক বাজারের জন্য তোমরা নিজেদেরকে ভবিষ্যৎ প্রযুক্তির স্থপতি হিসেবে গড়ে তোলো।

প্রফেসর ড. মো. হাকিকুর রহমান শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেন। তিনি প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং নৈতিক দায়িত্ববোধের ওপর বিশেষ জোর দেন। বলেন, আমাদের মনে রাখতে হবে, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল শুধু কোডিং নয় এটি হলো উদ্ভাবনের শক্তি। তোমরা নিজেদেরকে কেবল চাকরির বাজারের জন্য প্রস্তুত না করে, এমন উদ্ভাবক হিসেবে গড়ে তোলো, যারা দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং জনগণের জীবনযাত্রার মান পরিবর্তনে সরাসরি অবদান রাখবে।

এছাড়াও আইএসইউ রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিকসহ শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা যোগ দেন এ অনুষ্ঠানে। শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।