Important links
ISU Links
Quick Contact
- info@isu.ac.bd
- 01313037070
- 01313037071
- 01313037078
- 01313400600
- +8809613100100
- 69 Mohakhali C/A, Dhaka-1212
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)'র ইংরেজি বিভাগ বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ওয়েবিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ-এর ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ।
ভার্চুয়াল এই আয়োজনে আইএসইউ-এর মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন কে আহমেদ আলমের প্রবন্ধ উপস্থাপনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ইংরেজি বিভাগের অধ্যাপক ও ফাইন আর্টস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মামুনুর রহমান।
শাহরিয়ার তালুকদারের সঞ্চালনায় 'নজরুলস' পোয়েট্রি : ডায়ালেক্টিক অর নন-ডায়ালেক্টিক বিটুইন হিস্টরিসিটি অ্যান্ড টেক্সচুয়ালইটি' শীর্ষক ভার্চুয়াল সেমিনারে প্রবন্ধকার বলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের শাসন ও শোষণের কৃষ্ণ ইতিহাসকে তিনি কাব্যিক রূপ দিয়েছেন। যার ফলে তার ব্রিটিশ বিরোধী কাব্যিক ডিসকোর্সর সার্বজনীনতা অনস্বীকার্য। তিনি এই ডিসকোর্সকে হিন্দু মিথলজি, ইসলামিক ঐতিহ্য ও রুশ বিপ্লব থেকে ভাষা ও পরিভাষা গ্রহণ করে ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক মানবতাবাদী দৃষ্টিভঙ্গির আলোকে এক শ্বাশত রূপ দিয়েছেন।
প্রধান আলোচক প্রফেসর ড. মো. মামুনুর রহমান প্রবন্ধকারের বক্তব্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। মরমী সাধক লালন শাহ, ইতালীয় দার্শনিক গ্রামশচি ও ফরাসি চিন্তক আলথুসারের দৃষ্টিভঙ্গির আলোকে নজরুল পাঠ প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি আইএসইউএর ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ ইংরেজি বিভাগের এ আয়োজনের প্রশংসা করে বলেন, নজরুলের জীবনদর্শন, প্রতিবাদের কাব্যিক ভাষা এক অসাধারণ সাহিত্য ভান্ডার।