Admission Going On. For any Query Please Contact: +8801313 400 600, +8801313037070, +8801313037071, +8801313037078

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা

...

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) বিজনেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো বিজনেস আইডিয়া প্রতিযোগিতা। সোমবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

উপাচার্য বলেন, এখন তরুণদের সময়, তারুণ্যের উত্থান আমাকে সবসময় আনন্দিত করে। শুধু বিজনেস আইডিয়া নয়, রাষ্ট্র জয়ের আইডিয়া নিয়ে এগিয়ে যেতে হবে অনেক দূর।  

তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস কিংবা বিলগেটস নিজ দেশের গন্ডি পেরিয়ে জগৎ বিখ্যাত হয়েছেন তাদের নিজস্ব ব্যবসার আইডিয়ায়। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি নতুন নতুন আইডিয়া উদ্ভাবনের মাধ্যমে নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে, ক্যারিয়ারে সফল হতে হবে।  
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন ড. মুহম্মদ কামরুজ্জামান, বিজনেস ক্লাবের উপদেষ্টা এস এম নাসের ইকবাল, শিক্ষক সায়লা জাহান, ফারহানা পারভীন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক জগলুল হক মৃধা।  

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় তৌহিদ আহমেদ উপম, আনোয়ার হোসেন, লাইজুল করিম জিসানের সমন্বয়ে গঠিত টিম এলিভেটেড স্কোয়াড। রানার্স আপ হয় মো. খাইরুল ইসলাম, ফারিয়া হায়দার, রিফাত কাজী, রাকিবুল হাসান রাকিবের সমন্বয়ে গঠিত টিম ফাইন্ড নেস্ট।  

এছাড়াও উপস্থিত ছিলেন আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, বিজনেস ক্লাবের মডারেটর মো. সাফায়েত হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।