Admission Going On. For any Query Please Contact: +8801313 400 600, +8801313037070, +8801313037071, +8801313037078

আইএসইউ ক্যারিয়ার ক্লাবের যাত্রা শুরু

...

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) উদ্বোধন হলো আইএসইউ ক্যারিয়ার ক্লাব। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এর উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ, সম্ভব টেকনোলজিসের লি. এর স্ট্র্যাটেজি ও প্রজেক্টের লিড ফিরোজ উদ্দিন আহমেদ, সিনিয়র ম্যানেজার এস এম মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপাসন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া এবং আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক।
উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা দেশের সম্পদ, দেশকে গড়তে হবে। ক্যারিয়ার নির্দিষ্ট কিছু না, এটা বিশ্বজনীন। শুধু ক্যারিয়ার নয়, পরিপূর্ণ মানুষ হতে হবে। আদর্শ মানুষই ক্যারিয়ার গঠনের প্রধান ধাপ।
পড়াশোনা করে নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে যেনো চাকরিদাতা প্রতিষ্ঠান তোমাকে খুঁজে নেয়।’
প্রফেসর এইচ. টি. এম. কাদের নেওয়াজ বলেন, ‘প্রযুক্তির আধুনিকায়নের কারণে লার্নিং সিস্টেম খুব দ্রুতগতিতে পরিবর্তন হচ্ছে। দক্ষতা ও যোগ্যতা অর্জনে চর্চার মাধ্যমে ক্যারিয়ার ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ক্যারিয়ার ক্লাব বিভিন্ন কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নেটওয়ার্কিং, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে ভূমিকা রাখবে।
ক্যারিয়ার ক্লাবের মডারেটর জগলুল হক মৃধাসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কমকর্তা ও শিক্ষার্থীরা।