Important links
ISU Links
Quick Contact
- info@isu.ac.bd
- 01313037070
- 01313037071
- 01313037078
- 01313400600
- +8809613100100
- 69 Mohakhali C/A, Dhaka-1212
আগামী বিশ্বের প্রযুক্তিনির্ভর চাকরির বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স- এআই) প্রভাব ও সম্ভাবনা নিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে আইএসইউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি প্রযুক্তি যা শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিংসহ প্রায় সব খাতেই ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে। শুধু কর্মক্ষেত্রই নয়, আমাদের জীবনধারাতেও এর প্রভাব পড়ছে। সবাই এআই ব্যবহার করে নিজেকে আরো বেশি সমৃদ্ধ করতে পারে। ভবিষ্যতের চাকরি বাজারে টিকে থাকতে হলে এখন থেকেই এআই বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সেমিনারে বক্তব্য প্রদান করেন আইএসইউ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মো. আবুল কাশেম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. হাকিকুর রহমান এবং একই বিভাগের শিক্ষক সৈয়দ মুস্তাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকার ফ্রিল্যান্স সাংবাদিক অমৃত মলঙ্গী, নেটকম লার্নিং বাংলাদেশের লার্নিং কন্সালটেন্ট মো: রাফিকুল ইসলাম। এ আয়োজনে পার্টনার হিসেবে ছিল নেটকম লার্নিং পাওয়ার্ড বাই মাইক্রোসফট। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
‘এজেন্ট এক্স’ প্রোগ্রামের আওতায় আয়োজিত এই সেমিনারে অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং এআই এজেন্ট তৈরির সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। শিক্ষার্থীদের মধ্যে এআই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আগামী প্রজন্মকে যুগোপযোগী করে প্রস্তুত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।