Admission Going On. For any Query Please Contact: +8801313 400 600, +8801313037070, +8801313037071, +8801313037078

আইএসইউ শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম

...

‘সবুজে বাঁচি,পরিষ্কারে হাসি’ এ প্রতিপাদ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) শিক্ষার্থীরা বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। বুধবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আইএসইউ এনভারমেন্টাল অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ক্লাবের এ আয়োজন উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
উপাচার্য বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বৃক্ষরোপণের পাশাপাশি সমাজের বৃহত্তর স্বার্থে রাস্তাঘাট পরিছন্ন রাখতে হবে।
আইএসইউর পাশাপাশি অন্যরাও যদি এভাবে এগিয়ে আসে, ঢাকা হবে পৃথিবীর সুন্দর শহরের একটি।’
আইএসইউ এনভারমেন্টাল অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ক্লাবের মডারেটর মাহবুবুর রহমান বলেন, ‘আইএসইউ ক্যাম্পাসের আশপাশের এলাকায় শিক্ষার্থীরা দিনব্যাপী বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। প্রকৃতি ও পরিবেশ ভালো রাখার জন্য আইএসইউর শিক্ষার্থীরা মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। রাস্তাঘাট থেকে প্লাস্টিক ও পলিথিন পরিছন্ন করার মাধ্যমে সুন্দর পরিবেশ রাখতে পারলে একটা সুন্দর শহর গড়ে তোলা সম্ভব।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কমকর্তা ও শিক্ষার্থীরা।

দৈনিক কালের কণ্ঠ