Admission Going On. For any Query Please Contact: +8801313 400 600, +8801313037070, +8801313037071, +8801313037078

আইএসইউতে ‘জুলাই স্মরণ: চেতনায় ২৪’

...

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে অনুষ্ঠিত হলো ‘জুলাই স্মরণ: চেতনায় ২৪’ অনুষ্ঠান। ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ, আহত ও অংশগ্রহণকারীদের স্মরণে এই আয়োজন করা হয়।

আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আইএসইউ শিক্ষার্থীদের প্রতিনিধি ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এম এ মান্নান। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম নাসের ইকবাল।

এক বার্তায় আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, গণতন্ত্রহীন শাসনব্যবস্থায় শুধু রাজনৈতিক অধিকারই খর্ব হয় না, অর্থনৈতিক বৈষম্যও বাড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের মনে করিয়ে দেয়, স্বৈরাচারী সরকারের অধীনে সমাজে কীভাবে বৈষম্য বেড়েছিল, আর্থিক খাতে লুটপাট হয়েছিল। স্বৈরাচারী সরকার জনগণের কণ্ঠরোধ করে, সম্পদের সুষম বণ্টন বাধাগ্রস্ত করে। যেখানে মানুষের কথা বলার অধিকার নেই, সেখানে সুষ্ঠু অর্থনীতি ও ন্যায়ভিত্তিক সমাজও গড়ে ওঠে না। এই আন্দোলন দেখিয়েছে, শিক্ষার্থীদের সচেতনতা ও সাহসিকতা সমাজ পরিবর্তনে কীভাবে ভূমিকা রাখে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আইএসইউ শিক্ষার্থীদের প্রতিনিধি ইসমাইল হোসেন, এম এ মান্নান ও অন্য শিক্ষার্থীরা আন্দোলনের সময়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অস্ত্রবিহীন যুদ্ধের সাহসিকতা এ আন্দোলনকে উজ্জীবিত রেখে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেভাবে স্বীকৃতি পায়নি।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান চর্চার স্থান। শুধু পেশাজীবী তৈরি না করে, সত্যিকারের মানুষ হিসেবে নৈতিকভাবে গড়ে তুলতে হবে। যেখানে ব্যক্তির চেয়ে জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে। জুলাইয়ের চেতনাকে আজীবন উদ্বুদ্ধ রাখার আহ্বান জানিয়ে, জুলাইয়ের বিভীষিকা যেন আর নেমে না আসে এবং সরকারকে নিহত ও আহত পরিবারের সদস্যদের আর্থিকভাবে সব সময় পাশে থাকার কথা বলেন তারা। 

বক্তারা বলেন, ইতিহাসের বিপ্লবী চরিত্রগুলো সব সময় আমাদের অনুপ্রেরণা দেয়। জুলাই আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধরা জীবন বিলিয়ে দিয়ে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছে। আইএসইউতে সব সময় শিক্ষার্থীবান্ধব পরিবেশ বিদ্যমান। এ আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতে আইএসইউ কর্তৃপক্ষ সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল। দেশের স্বার্থে ও অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সব সময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কমকর্তা ও শিক্ষার্থীরা।

Khaborer Kagoj