Admission Going On. For any Query Please Contact: +8801313 400 600, +8801313037070, +8801313037071, +8801313037078

আইএসইউতে শুরু হলো আন্তঃবিভাগ ফুটবল ফেস্ট

...

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‘আইএসইউ ফুটবল ফেস্ট, সিজন-১’। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে রয়েল মাল্টিস্পোর্টস এরেনায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএসইউর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। উদ্বোধন শেষে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শারীরিক সক্ষমতা বাড়ায়, মানসিক দৃঢ়তা গড়ে তোলে এবং শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব শেখায়।

তিনি আরো বলেন, এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, সৌহার্দ্য ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলবে। নিয়মিত খেলাধুলার আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে ও ভবিষ্যতের জীবনে সাফল্যের পথ তৈরি করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ড. মনিরুল হাসান মাসুম ও মডারেটর মুহাম্মদ আবু নাজিম। সভাপতিত্ব করেন স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী।

মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এবারের আসরে মোট ৯টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো— অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মার্চেন্ট ম্যাভেরিক্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইল ওয়ারিয়ার্স এবং টেকটিক্যাল টেক্স, ব্যবসায় প্রশাসন বিভাগের ডিবিএ প্রাইম ভেলর এবং ডিবিএ লেগেসি ইউনাইটেড, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাইবার স্ট্রাইকার্স এবং বাইনারি ব্লাস্টার্স, আইন বিভাগের লিগাল ঈগল এবং ইংরেজি বিভাগের ইংলিশ ইনভিন্সিবলস।